What's new

Sheikh Hasina: Cantonment in Kishoreganj at the will of the President

Homo Sapiens

ELITE MEMBER
Joined
Feb 3, 2015
Messages
9,641
Reaction score
-1
Country
Bangladesh
Location
Bangladesh
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির ইচ্ছায় কিশোরগঞ্জে সেনানিবাস​


নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩




news_332539_1.jpg
বাসসের ছবি।

রাষ্ট্রপতি হওয়ার পর কিশোরগঞ্জে এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি (আব্দুল হামিদ) এখানে একটি সেনানিবাস স্থাপনের ইচ্ছা করেন। তার ইচ্ছায় এ সেনানিবাস স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করার সময় এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে এ এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। এ প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থেকে এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের ভাগ্য পরিবর্তনে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ডেপুটি লিডার, ডেপুটি স্পিকার, স্পিকার এবং শেষপর্যন্ত রাষ্ট্রপতির মতো পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি যে পদেই ছিলেন, সেখানেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এমনকি টানা দ্বিতীয় মেয়াদেও সফলভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি। তাই তার নামে সেনানিবাসের নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা অর্জন এবং মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ গঠনে রাষ্ট্রপতির বড় ভূমিকা রয়েছে। তিনি একজন নিবেদিতপ্রাণ মানুষ। জনগণের সেবা করার জন্য তিনি সৎ জীবনযাপন করেন। আমরা তার নামে এ সেনানিবাসের নামকরণ করতে পেরে খুবই আনন্দিত।

অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, সিলেটে ১৭ পদাতিক ডিভিশন, রামুতে ১০ পদাতিক ডিভিশন এবং বরিশালে ৭ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করেছে। এছাড়া গত ৪ বছরে সরকার বিভিন্ন ফরমেশনের অধীনে ৩টি ব্রিগেড ও ৫৮টি ছোট-বড় ইউনিট প্রতিষ্ঠা করেছে। তারা একই সময়ে অ্যাডহক হিসাবে ২৭টি ছোট-বড় ইউনিট প্রতিষ্ঠা করেছে এবং ৯টি সংস্থাকে পুনর্গঠিত করেছে।
গত বছর মাওয়া-জাজিরায় শেখ রাসেল সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে রাজবাড়ী ও ত্রিশালে দুটি নতুন সেনানিবাসের কাজ চলছে।

Google translation:
Cantonment in Kishoreganj at the will of the President
own reporter

February 28, 2023


After becoming President, he (Abdul Hamid) wanted to establish a cantonment here for the overall development of Kishoreganj area. This cantonment has been established by his wish. Prime Minister Sheikh Hasina said this while inaugurating the brave freedom fighter Abdul Hamid cantonment in Mithamain on Tuesday (February 28).

The Prime Minister said that the brave freedom fighter President Abdul Hamid has served the people by being elected repeatedly from this area since the 1970 elections. He has worked tirelessly to change the fate of the people of these remote areas and to accompany them in their happiness and sorrow. He held positions like Deputy Leader, Deputy Speaker, Speaker and finally President. In whatever position he held, he performed his duties with great sincerity. Even in the second consecutive term, he successfully performed the duties of the President of Bangladesh. So it has been decided to name the cantonment after him.

At this time, the Prime Minister also said that the President has a major role in achieving independence and forming Bangladesh after the Liberation War. He is a dedicated man. He lived an honest life to serve the people. We are very happy to name this cantonment after him.

On the occasion, the Prime Minister said that the Awami League government has reorganized the organizational structure of the army by establishing 17th infantry divisions in Sylhet, 10th infantry divisions in Ramu and 7th infantry divisions in Barisal. Besides, in the last 4 years, the government has established 3 brigades and 58 small and big units under different formations. They also established 27 small and large units on an ad hoc basis and reorganized 9 organizations.

Stating that the Sheikh Russell cantonment was established in Mawa-Jazira last year
, the Prime Minister said that two new cantonments are currently under construction in Rajbari and Trishal.
 
Last edited:
Though this new Cantonment at Kishoreganj was established as per the wish of President it has certainly a strategic requirement. It will bridge the gap between 17th Infantry Division in Sylhet and 77th Infantry Brigade in Mymensingh part of 19th Infantry Division. This Cantonment is halfway between Sylhet and Mymensingh. A new Brigade will be raised here under the 19th Infantry Division headquartered at Tangail.
 
Last edited:

Latest posts

Back
Top Bottom